1/ 4


ফণীর জেরে আগাম পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শনিবার কলকাতায় ৫০টি মেট্রো কম চলবে। অন্যদিন ২২৪টি মেট্রো চলে। তার বদলে শনিবার ১৭৪টি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷
2/ 4


এদিন সকাল পর্যন্ত বন্ধ দমদম বিমানবন্দর। ইতিহাসে প্রথমবার। ৩ টি শাখা মিলিয়ে বন্ধ ২৩৩টি ট্রেন। বাতিল ২৮টি দূরপাল্লার ট্রেন। ২০০-র বেশি দূরপাল্লার ট্রেন। বন্ধ হয়ে গিয়েছে ফেরি পরিষেবাও। সরাসরি প্রভাব না পড়লেও নিয়ন্ত্রণ করা হয়েছে মেট্রো চলাচলও।
3/ 4


ফণীর দাপট। বন্ধ দমদম বিমানবন্দর। প্রথমে ঠিক ছিল, শুক্রবার রাত থেকে শনিবার সন্ধে পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর। কিন্তু ফণীর দাপট দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল বিমানবন্দর কর্তৃপক্ষের। শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় ঢাকায় শেষ বিমান উড়ে যাওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। বাতিল করা হয়েছে ২২৭টি বিমান।