মেরঠের গৌরব ৩০ বছর ধরে লতা মঙ্গেশকরের স্মৃতি লালন-পালন করছেন। নিজের বাড়ির নামও রেখেছেন লতাঞ্জলি। এই বাড়িতে শুধু লতা মঙ্গেশকরের স্মৃতি ছড়িয়ে। গৌরব, যিনি লতা দিদিকে তাঁর দেবতা বলে মনে করেন, তিনি ১৯২৯ সালের মুদ্রাও সংরক্ষণ করেছেন। গৌরব বলেছেন, লতা জির জন্ম ১৯২৯ সালে। তাই সেই সময়ের কয়েনগুলি খুঁজে বের করার পরে তিনি সেগুলি সংগ্রহে রেখেছেন। গৌরব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুরোধ করছেন, তাঁর বাড়িটিকে লতা মিউজিয়াম হিসেবে ঘোষণা করার জন্য।