পৃথিবীর নানা প্রান্তে অস্বাভাবিক ভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। কোথাও প্রচন্ড গরমে পুড়ছে মানুষজন আবার কোথাও প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারিদিক। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গাছের অভাবে পৃথিবীতে দূষণের মাত্রা বেড়ে চলেছে প্রতিনিয়ত। ভারতেই যেমন এ বছর প্রচন্ড গরমে নাজেহাল হচ্ছে সকলে। একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে মানুষ। কিন্তু আপনি কি জানেন ভারতেই আছে এমন একটি গ্রাম যা এশিয়ার সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে।