

▪️বর্ষা রয়েছে পুরোদমে৷ তাই বিভিন্ন সময় চলছে বৃষ্টির দাপট৷ যেসব জেলায় এখনও বৃষ্টির দেখা মেলেনি, সেখানে ধেয়ে আসতে চলেছে বর্ষা৷ আগামী ৩ দিন হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি৷ পূর্বভাস আবহাওয়া দফতরের৷ জারি করা হয়েছে কমলা সতর্কতা৷ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷


▪️এনসিআর সংলগ্ন বেশকিছু রাজ্যে ৫-১৯ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ যদিও আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে৷ ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির কথা জানানো হয়েছে৷


▪️লখনউ শহর এবং সংলগ্ন এলাকার ওপর ঘণীভূত মেঘের দেখা মিলছে৷ পূর্বাভাস, পশ্চিম উত্তরপ্রদেশে হাল্কা বৃষ্টি হবে, পূর্ব ও মধ্য উত্তরপ্রদেশে তার মাত্রা থাকবে বেশি৷


▪️কানপুরে বৃষ্টি হয়েছে ৩০.৬ মিলিমিটার৷ বরেলিতে ১৮.৪ মিলি বৃষ্টি হয়েছে৷ রায়বরেলিতে বৃষ্টির মাত্রা ১২.২মিলি৷ অন্যদিকে এটওয়ায় বৃষ্টি হয়েছে ৬.৮মিলি৷