শিরোনামে উত্তরপ্রদেশ ৷ সাংবাদিক বিক্রম জোশী যিনি গুলি খেয়েছিলেন তাঁর বুধবার সকালে মৃত্যু হল৷ সোমবার রাতে দুষ্কৃতীরা তাঁকে মাথায় গুলি করে ৷ হামলার সময় তাঁর সঙ্গে মেয়ে ছিল ৷ এরপর তাঁকে যশোদা হাসপাতালে ভর্তি করা হয় ৷ সে সময়েই তিনি গুরুতর ভাবে আহত ছিলেন ৷ এই ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে৷ Photo- Video Grab
যোগীরাজ্যে খুন সাংবাদিক এই ঘটনায় ট্যুইট মমতার৷ নিজের ট্যুইটে উত্তরপ্রদেশের সাম্প্রতিক পরিস্থিতির নিন্দা করেছেন তিনি৷ নিজের ট্যুইটে মমতা লিখেছেন আত্মীয়র শ্লীলতাহানিতে FIR করায় খুন৷ তিনি আরও লিখেছেন দেশজুড়ে ভয়ের পরিবেশ , কথা বলতে দেওয়া হচ্ছে না, সবার কন্ঠরোধ করা হচ্ছে এমনকি রেহাই পাচ্ছেন না সাংবাদিকরা ৷ মৃত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমনটাই ট্যুইট করেছেন মমতা ৷ Photo- Mamata Banerjee/ Twitter
ঘটনাটি নিয়ে ট্যুইটে ক্ষোভের আগুন উগড়ে দিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধি৷ তিনি নিজের ট্যুইটে লিখেছেন নিজের ভাইঝির সঙ্গে হওয়া নক্কারজনক ঘটনার প্রতিবাদ করেছেন ৷ তাই বিক্রম জোশী-র হত্যা করে দেওয়া হল ৷ শোকগ্রস্ত পরিবারকে আমার সান্ত্বনা৷ স্বপ্নে রাম রাজত্বের দেখানো হয়েছিল দেওয়া হল গুণ্ডারাজ ৷Photo- Mamata Banerjee/ Twitter
মায়াবতীও বিক্রম জোশীর মৃত্যুর পর নিজের ট্যুইটার হ্যান্ডেলে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ তিনি লিখেছেন ইউপি তে জঙ্গলরাজ ৷ গাজিয়াবাদে নিজের আত্মীয়ের সঙ্গে অশ্লীলতার প্রতিবাদ করেছিলেন, পত্রকার বিক্রম জোশীকে গুলি মেরে খারাপভাবে হত্যা করে দেওয়া হয়েছে৷ তাঁর মৃত্যুতে দুঃখী পরিবারকে বিএসপি-র পক্ষ থেকে গভীর সমবেদনা ৷ Photo- Mayawati/ Twitter