

• স্ত্রী’কে প্রথমে কুপিয়ে খুন করে, পরে তাঁকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চালাল ৮৪ বছরের এক বৃদ্ধ । মহারাষ্ট্রের মানপাডা এলাকায় ঘটনাটি ঘটেছে গত রবিবার । প্রতীকী চিত্র ।


• জানা গিয়েছে, ওই বৃদ্ধ সম্পর্কে স্থানীয় এক রাজনৈতিক নেতার বাবা । অভিযুক্তকে গ্রেফতার করেছে মানপাডা থানার পুলিশ । প্রতীকী চিত্র ।


• পুলিশ সূত্রে খবর, পান্ডুরাং ওয়াডি এলাকায় পাতিল পরিবারের নিজস্ব বাংলোতেই ঘটনাটি ঘটেছে । কল্যাণ ডিম্বিভালি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কর্পোরেটর রমাকান্ত পাতিলের বাবা বালিরাম পাতিল ঘটনায় মূল অভিযুক্ত । প্রতীকী চিত্র ।


• গত রবিবার একটি ধারালো ছুরি দিয়ে বারংবার স্ত্রী’কে আঘাত করে খুন করে বালিরাম । তারপর নিজেদের শোওয়ার ঘরেই সেই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে । এমন সময় রমাকান্তের স্ত্রী’র ঘুম ভেঙে যায় । পাশের ঘর থেকে ধোঁয়া বেরতে দেখে ছুটে সেখানে যান তিনি । দেখেন ঘরে শাশুড়ির মৃতদেহ জ্বলছে । প্রতীকী চিত্র ।


• সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন রমাকান্ত । কিন্তু বাবা বালিরাম’কে কোথাও দেখতে পাননি তিনি । সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন তিনি । প্রতীকী চিত্র ।


• পুলিশ’কে পাতিল পরিবারের সদস্যরা জানান, বালিরাম কথায় কথায় খুবই মাথা গরম করে ফেলত । এ নিয়ে স্ত্রী পার্বতী দেবীর সঙ্গে নিত্য বচসা লেগে থাকত । তবে তার জন্য যে এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তা তাঁরা ভাবতেও পারেননি । প্রতীকী চিত্র ।