শীতলতম ডিসেম্বর ৷ বিগত ১৪ বছরে যাবতীয় শীতের রেকর্ড একটার পর একটা ভেঙেছে আবার গড়েছে নতুন রেকর্ড ৷ প্রতীকী ছবি ৷ রাতের দিকের তাপমাত্রা ৬° নীচে ফলে হাড় কাঁপানো ঠান্ডায় হাড়হিম হওয়ার ৷ দিনের তাপমাত্রা ২২° স্বাভাবিকের থেকে ১° বেশি ৷ প্রতীকী ছবি ৷ এমনতিই দিল্লিতে তাপমাত্রা শীতকালে অনেকটাই কম থাকে তার উপরে বাড়তি হুঙ্কার শীতের ৷ প্রতীকী ছবি ৷ গত ১৮ ডিসেম্বর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৬° নীচে নেমেছে ৷ প্রতীকী ছবি ৷ ২০০৭, ২০১১ ও ২০১৪ সালের পরে তাপমাত্রা ফের ৬° নীচে নেমেছে ৷ প্রতীকী ছবি ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও কিছুদিন হাড় কাঁপানো ঠান্ডা থাকার সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷