

• একসঙ্গে পথচলা শুরু হয়েছিল ৷ কিন্তু শেষ হল না সেই পথ ৷ থমকে গেল মাঝ রাস্তাতেই ৷ দেশকে বুক দিয়ে আগলে ছিলেন যাঁর স্বামী, আজ তাঁর বুকেই চরম হাহাকার ৷ তবু প্রিয়তমের শেষ যাত্রায় ভালবেসেই তাঁকে বিদায় জানালেন মেজর-পত্নী ৷ Pic: ANI Twitter


• পুলওয়ামা হামলার পর কাশ্মীরের পিংলান গ্রামে স্থানীয়দের বাড়ি ঘেরাও করে টানা ১৭ ঘণ্টার এনকাউন্টার শুরু করে ভারতীয় সেনা ৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতা কামরান এবং আরও দুই জঙ্গি ৷ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন সেনা মেজর বিভূতিশঙ্কর ধৌনধিয়াল, এবং শেও রাম, হরি সিংহ, অজয় কুমার নামে তিন জওয়ান ৷ Pic: ANI Twitter


• মঙ্গলবার সকালে দেহরাদুনে পৌঁছয় মেজর বিভূতি শঙ্করের মরদেহ ৷ শহিদ মেজরকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় উপচে পড়ে ৷ Pic: ANI Twitter


• স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান মেজরপত্নী নিকিতা কউল ৷ Pic: ANI Twitter