1/ 7


খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব ৷
2/ 7


আরজেডি দলের বরিষ্ঠ নেত্রী চন্দ্রিকা রাইয়ের বড় মেয়ে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তেজপ্রতাপের ৷ বিহারের ছাপড়া জেলার বাসিন্দা ঐশ্বর্য দিল্লি থেকে পড়াশুনা করেছেন ৷
3/ 7


ঐশ্বর্যর দুই বোন আর এক ভাই আছে ৷ ঐশ্বর্যর ছোট বোনের নাম আয়ুষী, ইন্জিনিয়ারিং শেষ করে এখন চাকরি করছেন তিনি ৷ ভাই অপুর্ব আইন নিয়ে পড়ছেন ৷
4/ 7


বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারগা প্রসাদ রাইয়ের নাতনি। দারগা প্রসাদ রাই বিহারের ১০তম মুখ্যমন্ত্রী ছিলেন ৷
5/ 7


আগামী ১৮ এপ্রিল পটনার একটি পাঁচতারা হোটেলে তাঁদের আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ১২ মে তেজপ্রতাপের সঙ্গে ঐশ্বর্যের বিয়ের দিন স্থির হয়েছে ৷