Lockdown| লকডাউন! বরফাবৃত হিমালয়ে মাত্র ৫ ভক্তের কাঁধে কেদারনাথের পথে পঞ্চমুখী বিগ্রহ, দেখুন ছবিগুলি
আজ অর্থাত্ মঙ্গলবার বার্ষিক পঞ্চমুখী ডোলি যাত্রা হল৷ প্রবল বরফে চাদরে ঢেকে গিয়েছে কেদারনাথ৷ পঞ্চমুখী বিগ্রহ ঘটা করে কেদারনাথে প্রতি বছর মন্দিরে বসানো হয়৷ ১ হাজার ভক্ত পালকিতে করে সেই বিগ্রহ নিয়ে যান প্রতিবছর৷


ভারতভূমের বহু প্রাচীন তীর্থের মধ্যে অন্যতম কেদারনাথ৷ প্রতিবছর উত্তরখণ্ডের কেদারনাথে এই সময় তীর্থযাত্রীদের ভিড়ে তিলধারণের জায়গা থাকে না৷ ২৯ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে৷ বড় পূণ্যের দিন হিন্দু তীর্থযাত্রীদের কাছে৷


আজ অর্থাত্ মঙ্গলবার বার্ষিক পঞ্চমুখী ডোলি যাত্রা হল৷ প্রবল বরফে চাদরে ঢেকে গিয়েছে কেদারনাথ৷ পঞ্চমুখী বিগ্রহ ঘটা করে কেদারনাথে প্রতি বছর মন্দিরে বসানো হয়৷ ১ হাজার ভক্ত পালকিতে করে সেই বিগ্রহ নিয়ে যান প্রতিবছর৷ Image Credit: News18


এবছর মাত্র ৫ জন৷ দেশজুড়ে লকডাউন ও করোনা ভাইরাস অতিমারীর জেরে মাত্র ৫ জন ভক্ত পালকি বইলেন৷ ইতিহাসে এই প্রথম৷ প্রতি বছর ভারতীয় সেনার কুমায়ুন ব্যাটেলিয়ান ১ হাজারের বেশি ভক্তকে নিয়ে যায় কেদারনাথে৷ Image Credit: News18


ভারতভূমের বহু প্রাচীন তীর্থের মধ্যে অন্যতম কেদারনাথ৷ প্রতিবছর উত্তরখণ্ডের কেদারনাথে এই সময় তীর্থযাত্রীদের ভিড়ে তিলধারণের জায়গা থাকে না৷ ২৯ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে৷ বড় পূণ্যের দিন হিন্দু তীর্থযাত্রীদের কাছে৷Image Credit: News18


আজ অর্থাত্ মঙ্গলবার বার্ষিক পঞ্চমুখী ডোলি যাত্রা হল৷ প্রবল বরফে চাদরে ঢেকে গিয়েছে কেদারনাথ৷ পঞ্চমুখী বিগ্রহ ঘটা করে কেদারনাথে প্রতি বছর মন্দিরে বসানো হয়৷ ১ হাজার ভক্ত পালকিতে করে সেই বিগ্রহ নিয়ে যান প্রতিবছর৷Image Credit: News18


এবছর মাত্র ৫ জন৷ দেশজুড়ে লকডাউন ও করোনা ভাইরাস অতিমারীর জেরে মাত্র ৫ জন ভক্ত পালকি বইলেন৷ ইতিহাসে এই প্রথম৷ প্রতি বছর ভারতীয় সেনার কুমায়ুন ব্যাটেলিয়ান ১ হাজারের বেশি ভক্তকে নিয়ে যায় কেদারনাথে৷Image Credit: News18


চার ধাম যাত্রা শুরু হয়েছে শনিবার৷ উত্তরাখণ্ডের ৪ ধামের মধ্যে গাড়োয়াল হিমালয়ে গঙ্গোত্রী, যুমনাত্রী৷ রবিবার বাবা কেদার (ভগবান শিব)-এর পালকি নিয়ে রবিবার ৫ ভক্ত রওনা হন ওমকারেশ্বর মন্দির থেকে কেদারনাথের উদ্দেশে৷ Image Credit: News18


পঞ্চমুখীর বিগ্রহ নিয়ে যখন ৫ ভক্ত এগিয়ে চলেছেন, তখন পায়ের তলায় ১০ ফুট বরফ৷ তীব্র ঠান্ডা হাওয়া৷ ভক্তরা ঈশ্বরনামে মাতোয়ারা ৷Image Credit: News18


গঙ্গোত্রী, যমুনাত্রী, কেদারনাথ ও বদ্রিনাথ-- চার ধাম৷ হিমালয়ের কোলে হিন্দুদের বড় পূণ্যের এই চারধাম৷ কেদারনাথ মন্দিরের পুরোহিত সত্পাল মহারাজের কথায়, 'ধর্মীয় রীতি মেনে মন্দিরের প্রাচীন ঐতিহ্য, পুজো শুরু করাই আমাদের এখন মুখ্য উদ্দেশ্য৷ বাকি কী ভাবে কী হবে, তা তো সরকারের সিদ্ধান্ত ঠিক করবে৷' Image Credit: News18