এবার স্বাস্থ্য বিমা চালু করছে কেন্দ্রীয় সরকার ৷ স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে আয়ুষ্মান যোজনার দ্বিতীয় পর্যায়ের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রধানমন্ত্রী জানালেন জন আরোগ্য অভিযান সেপ্টেম্বরের ২৫ থেকে শুরু হবে ৷ এই যোজনার মাধ্যমে দেশের গরীব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন ৷ দরিদ্রদের জন্য চালু হলে পরে নিম্নবিত্তদের এই পরিষেবার আওতায় আনা হবে ৷ এই পরিষেবার জন্য বিভিন্ন হেল্থ সেন্টার খোলা হয়েছে ৷ এর পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য বিমারও সুবিধা মিলবে ৷