1/ 5


করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জারি রয়েছে লকডাউন৷ কিন্তু তা মানছেন না অনেকেই৷ এবার সেই আইনভঙ্গকারীদের অভিনব শাস্তির ব্যবস্থা করল জম্মু কাশ্মীর পুলিশ৷ সেখানে যাঁরা লকডাউন অমান্য করে রাস্তায় বেরিয়েছেন, তাঁদের হাতে লকডাউন অমান্যকারী স্ট্যাম্প মেরে দিচ্ছে পুলিশ৷ PHOTO- ANI