দেশের একনম্বর বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷ বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির তালিকায় ১২তম স্থানে রয়েছে IGI ৷ কার্গোর পাশাপাশি যাত্রী পরিষেবার জন্য তিন তিনটে টার্মিনাল দেশের আর কোনও শহরেই নেই ৷ এবার এই তিনটে টার্মিনালকে কানেক্ট করতে চালু হতে চলেছে ‘এয়ার ট্রেন’ ৷ বিমানবন্দরের টার্মিনালের পাশাপাশি এরোসিটি এবং বিভিন্ন হোটেলের সঙ্গে বিমানবন্দরকে যুক্ত করা সম্ভব হবে ৷ Photo: Collected
মোট চারটি স্টপ থাকবে এই এয়ার ট্রেনের ৷ বিশ্বের বিভিন্ন বিমানবন্দরেই রয়েছে এই ধরণের ট্রেন ৷ বিভিন্ন টার্মিনালে যেতে যাতে যাত্রীদের সুবিধা হয়, তার জন্যই এই Automated People Mover (APM) বা চালকহীন ট্রেনের ব্যবস্থা করা হবে দিল্লির IGI বিমানবন্দরে ৷ এর জন্য খরচ হবে ২০০০ থেকে ২৫০০ কোটি টাকা বলে মনে করা হচ্ছে ৷ Photo: Collected
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী T1 ও T3 এই দুই টার্মিনালের পাশাপাশি কার্গো টার্মিনালকেও যুক্ত করবে ৷ এর পাশাপাশি ২০২৪ সালের মধ্যেই T2 টার্মিনালকে ভেঙে ফেলে নতুন T4 টার্মিনাল তৈরির প্রস্তাবও রয়েছে ৷ চতুর্থ রানওয়ে এবং ট্যাক্সি বে তৈরির কাজও ২০২২-এর মধ্যেই হয়ে যাবে বলে আশা করা হচ্ছে ৷ Photo: Collected