

উৎসবের মরশুমে ফের জঙ্গি হামলার আতঙ্ক ৷ আবারও সন্ত্রাসবাদীদের নিশানায় বাণিজ্য নগরী মুম্বই ৷ গোপন সূত্রে খবর পেয়ে শহর জুড়ে ও পার্শ্ববর্তী অঞ্চলে কড়া সতর্কতা জারি ৷ আগামী একমাসের মধ্যেই মুম্বইয়ে ভয়াবহ ঘটনা ঘটাতে পারে জঙ্গিরা বলে খবর ৷


সতর্ক থাকতে বিশেষ সুরক্ষার ব্যবস্থা নিয়েছে প্রশসান ৷ আগামী এক মাস ড্রোন, রিমোট কন্ট্রোল হেলিকপ্টার চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ একইসঙ্গে মুম্বই ও আশপাশের অঞ্চলে প্যারাগ্লাইডিংও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷


গোপন সূত্রে খবর মিলেছে, এবার জঙ্গিরা প্যারা গ্লাইড করে হামলার ছক কষেছে ৷ মুম্বইয়ের ভিআইপি লোকেশন, বাজার ছাড়াও উৎসবের জন্য বড়সড় আয়োজন করা হয়েছে এমন জায়গাকেই টার্গেট করেছে সন্ত্রাসবাদীরা ৷ এই সব অঞ্চলে হামলা চালাতে সক্ষম হলে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷