

দীর্ঘ ৫ ঘণ্টা আলোচনা ও ভোটাভুটি পর্ব শেষে আজ রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে Muslim Women(Protection of Rights on Marriage) Bill 2019 তথা তিন তালাক বিল । বিরোধীদে প্রবল আপত্তির মাঝেই ৯৯-৮৪ ভোটে পাশ হয়ে গিয়েছে এই বিল যার জেরে তাৎক্ষণিক তিন তালাক ভারতীয় আইনে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে ।


এর আগে লোকসভায় ২৫ জুলা ই ৩০৩-৮২ ভোটে পাস হয়েছিল এই বিল । জেনে নিন এই বিল অনুযায়ী কী সুবিধা পাবেন ইসলাম ধর্মাবলম্বী মহিলারা ও কীভাবে প্রযোজ্য হবে এই আইন ।


এই বিলের ক্লস ৩ অনুযায়ী, লিখিত বা বৈদ্যুতিন মাধ্যমে তাৎক্ষণিক তালাক বা বিবাহবিচ্ছেদ (তালাক-ই-বিদাত) অবৈধ। তাৎক্ষণিক তিন তালাক একটি ফৌজদারি অপরাধ যার জেরে ৩ বছরের জেল ও জরিমানা হতে পারে । মুসলিম স্বামী কর্তৃক তাঁর স্ত্রীর উপর মৌখিক, লিখিত ও বৈদ্যুতিন তাৎক্ষণিক তালাক আজ থেকে অবৈধ ।


যে মুসলমান মহিলাকে তাঁর স্বামী এই নির্দিষ্ট প্রক্রিয়ায় তালাক দিয়েছেন তিনি তাঁর বিচ্ছিন্না স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের জন্য ম্যাজিস্ট্রেটের নির্ধারিত খোরপোষ দিতে বাধ্য থাকবেন । এছাড়াও, নাবালক সন্তানদের হেফাজতে রাখার অধিকারও পাবেন স্ত্রী ।


Code of Criminal Procedure, 1973 এর আইনের পাশাপাশি ধার্য হবে এই আইনও । একমাত্র ম্যাজিস্ট্রেটের সম্মতিতেই ধার্য হবে বিবাহবিচ্ছেদ । তাৎক্ষণিক তিন তালাকের অভিযোগ নিতে বাধ্য কর্তব্যরত পুলিশ অফিসার ।