

দীর্ঘ অপেক্ষার অবসান ৷ অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে পৌঁছল ‘এয়ারফোর্স ওয়ান’ ধাঁচের ভিভিআইপিদের জন্য বিশেষ বিমান ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ ৷


১৫ ঘণ্টার দীর্ঘ উড়ান শেষে বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় এই বিমানটি ৷ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই অত্যাধুনিক সুরক্ষার বলয়ে মোড়া বিমান ব্যবহার করবেন ৷


এই আধুনিক বিমানে রয়েছে সেলফ প্রোটেকশন স্যুট ৷ এয়ারক্রাফ্ট ইনফ্রারেড কাউন্টার মেসার্স, আধুনিক ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এবং কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম ৷ অর্থাৎ যে কোনও মিসাইল হানা থেকে এই অত্যাধুনিক বিমান একেবারেই সুরক্ষিত ৷


যার মাধ্যমে মাঝ-আকাশ থেকেও নিরবিচ্ছিন্ন অডিও ও ভিডিও যোগাযোগ স্থাপন করা সম্ভব। পাশাপাশি, এই বিমানের নেটওয়ার্ক হ্যাক করা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। এই বিমান থেকে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গোটা দুনিয়ার সঙ্গে কথা বলা যাবে।


চালকের আসনে থাকবেন বায়ুসেনার পাইলট। বিমানের ডানায় লাগানো থাকে ফ্লেয়ার্স, এর থেকে বেরনো তাপ, যে কোনও মিসাইলকে বিপথগামী করে দিতে পারে।


এধরনের বিমানে থাকে মিরর বল সিস্টেম। যা অকেজো করে ইনফ্রারেড সিগনালকে। দুটি বিমানের জন্য খরচ হয়েছে ৮ হাজার ৪৫৮ কোটি টাকা।


নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, ভিভিআইপি-র জন্য ‘সেল্ফ-প্রোটেকশন স্যুট’, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই বিমানে। ভিভিআইপি-র জন্য বিশাল কেবিন, কনফারেন্স রুম, ছোট মেডিক্যাল সেন্টারো রয়েছে।