হোম » ছবি » দেশ » টিকিট কাটার আগে সাবধান! ভারতের সব থেকে নোংরা ট্রেনগুলিকে চিনে নিন এখনই

টিকিট কাটার আগে সাবধান! ভারতের সব থেকে নোংরা ট্রেনগুলিকে চিনে নিন এখনই

  • 15

    টিকিট কাটার আগে সাবধান! ভারতের সব থেকে নোংরা ট্রেনগুলিকে চিনে নিন এখনই

    দীর্ঘ দূরত্ব ভ্রমণের কথা উঠলে অনেকেই ট্রেনের সিট-এর ব্যাপারটিকে অগ্রাধিকার দেন। অনেকেই ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন নাকি তা খোঁজ নিয়ে সিট বুক করেন।

    MORE
    GALLERIES

  • 25

    টিকিট কাটার আগে সাবধান! ভারতের সব থেকে নোংরা ট্রেনগুলিকে চিনে নিন এখনই

    ভারতীয় রেলের অনেকগুলি ট্রেনে পরিচ্ছন্নতার অভাব রয়েছে। তা নিয়ে রেলের ঘরে প্রচুর অভিযোগও জমা পড়েছে। আসুন সেইসব ট্রেনের নামগুলি জেনে নিই।

    MORE
    GALLERIES

  • 35

    টিকিট কাটার আগে সাবধান! ভারতের সব থেকে নোংরা ট্রেনগুলিকে চিনে নিন এখনই

    দিল্লি এবং বিহারের মধ্যে চলা আনন্দ বিহার-জোগবানী সীমাঞ্চল এক্সপ্রেস ভারতে নোংরা ট্রেন হিসেবে কুখ্যাত। কোচের ভেতরে পড়ে থাকা আবর্জনা ও টয়লেটের কেবিন নোংরা থাকার অভিযোগও উঠেছে। লোকজনের অভিযোগ, বারবার অভিযোগ সত্ত্বেও ট্রেনে পরিচ্ছন্নতার দিকে যথেষ্ট নজর দেওয়া হয় না।

    MORE
    GALLERIES

  • 45

    টিকিট কাটার আগে সাবধান! ভারতের সব থেকে নোংরা ট্রেনগুলিকে চিনে নিন এখনই

    মুম্বাইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশন থেকে কাটরা রেলওয়ে স্টেশন পর্যন্ত চলা শ্রী মাতা বৈষ্ণো দেবী-বান্দ্রা স্বরাজ এক্সপ্রেস ট্রেনেও পরিচ্ছন্নতার অভাব রয়েছে। এই ট্রেনে জলের অভাব, টয়লেট কেবিনে ময়লা এবং কোচের ভিতরে পর্যাপ্ত পরিচ্ছন্নতার অভাবের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, পাঞ্জাবের ফিরোজপুর থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত চলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসও নোংরা বলে অভিযোগ করেন যাত্রীরা।

    MORE
    GALLERIES

  • 55

    টিকিট কাটার আগে সাবধান! ভারতের সব থেকে নোংরা ট্রেনগুলিকে চিনে নিন এখনই

    রাজস্থানের আজমির থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত চলা জম্মু তাবি পূজা এক্সপ্রেসেও পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে অভিযোগ ওঠে। নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ট্রেনের বিরুদ্ধেও একই অভিযোগ। মূলত উত্তর থেকে পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ রক্ষা করা ট্রেনগুলিতেই পরিচ্ছন্নতার অভাব রয়েছে বলে অভিযোগ ওঠে।

    MORE
    GALLERIES