হোম » ছবি » দেশ » হোলিতে বিশেষ উপহার রেলের! পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে বিশেষ কতগুলি ট্রেনের ঘোষণা

Indian Railways || Holi 2023: হোলিতে বিশেষ উপহার রেলের! পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে বিশেষ কতগুলি ট্রেনের ঘোষণা রেলের

  • 15

    Indian Railways || Holi 2023: হোলিতে বিশেষ উপহার রেলের! পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে বিশেষ কতগুলি ট্রেনের ঘোষণা রেলের

    বসন্ত এসে গেছে। কলকাতা সহ রাজ্য থেকে শীত প্রায় বিদায় নিয়েছেই বলা যায়। ইতিমধ্যেই একটু একটু করে গরম পড়তে শুরু করেছে। কিন্তু এই শীত-গ্রীষ্মের মাঝেই আসে বসন্ত। আর বসন্ত মানেই দোল। সামনেই আসছে দোল। তার ওপর আর্থিক বছরের শেষে অনেকেই ভাঁড়ারে পরে আছে বেশ কিছু ছুটি। তাই এই দোল সেই সব ছুটিকে কাজে লাগিয়ে ঘুরতে যেতে চান অনেকেই। কিন্তু এখন ট্রেনের টিকিট পেতে সমস্যা অনেকেই আবার অনেকে টিকিট পাচ্ছেই না। তাদের মুখে হাসি ফোটাতে বিশেষ ঘোষণা রেলের। এবার দোলে উত্তরবঙ্গগামী বিশেষ কতগুলি ট্রেনের ঘোষণা করেছে রেল। (ছবি: প্রতীকী ছবি)

    MORE
    GALLERIES

  • 25

    Indian Railways || Holi 2023: হোলিতে বিশেষ উপহার রেলের! পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে বিশেষ কতগুলি ট্রেনের ঘোষণা রেলের

    যে ট্রেন গুলি দোলের জন্য ঘোষণা করা হয়েছে তারমধ্যে বেশ কিছু ট্রেন পশ্চিমবঙ্গতেও চলবে। সে গুলির সময়সূচি রইল আপনাদের জন্য। ২ মার্চ ও ৯ মার্চ এই দুদিন হাওড়া-ডিব্রুগড়-গোরক্ষপুর স্পেশাল ট্রেন হাওড়া থেকে রওনা হবে সন্ধে ৭:২৫-এ। এটি গোরক্ষপুর পৌঁছবে পরের দিন সকালে ৭:৩০টায়। তারপর আবার গোরক্ষপুর থেকে ট্রেনটি ছাড়বে ৭মার্চ ও ১৪ মার্চ, সকাল ৭:৫০-এ এবং ডিব্রুগড় গিয়ে পৌঁছবে রাত ৯:১৫।(ছবি: প্রতীকী ছবি)

    MORE
    GALLERIES

  • 35

    Indian Railways || Holi 2023: হোলিতে বিশেষ উপহার রেলের! পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে বিশেষ কতগুলি ট্রেনের ঘোষণা রেলের

    অন্যদিকে গোরখপুর-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন ৪ মার্চ ও ১১ মার্চ ছাড়বে গোরক্ষপুর থেকে বিকেল ৫ টায়, তারপর তা নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১১ টায়। আবার ৬ মার্চ ও ১৩ মার্চ বিকেল ৩ টে নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেন রওনা হবে গোরক্ষপুরের উদ্দেশ্যে, তা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৬:৩০। (ছবি: প্রতীকী ছবি)

    MORE
    GALLERIES

  • 45

    Indian Railways || Holi 2023: হোলিতে বিশেষ উপহার রেলের! পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে বিশেষ কতগুলি ট্রেনের ঘোষণা রেলের

    এছাড়া শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনের কথাও ঘোষণা করা হয়েছে। এটি থেকে রওনা হবে ৩ মার্চ রাত ১১:৪০ শিয়ালদহ স্ট্রেশন থেকে ছাড়বে নিউ জলপাইগুড়ির ঊদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০:৪৫। আবার এই ট্রেনটি ৪ মার্চ সকাল ১২:১৫ নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহ তে রাত ১১:৫০ পৌঁছবে। (ছবি: প্রতীকী ছবি)

    MORE
    GALLERIES

  • 55

    Indian Railways || Holi 2023: হোলিতে বিশেষ উপহার রেলের! পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে বিশেষ কতগুলি ট্রেনের ঘোষণা রেলের

    শিয়ালদহ থেকে আরও একটি স্পেশাল ট্রেন ছাড়া হবে, নিউ জলপাইগুড়ির ঊদ্দেশ্যে। ট্রেনটি শিয়ালদহ থেকে ৪ মার্চ রাত ১১:৪০ ছাড়বে, পরের দিন নিউ জলপাইগুড়ি ঢুকবে সকাল ১০:৪৫। আবার নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনটি শিয়ালদহ তে ফিরবে ৫ মার্চ রাত ১১:৫০। নিউ জলপাইগুড়ি থেকে রওনা হবে দুপুর ১২:১৫। (ছবি: প্রতীকী ছবি)

    MORE
    GALLERIES