

কেন্দ্রের আনা নতুন কৃষি আইনের (New Farm Laws) বিরুদ্ধে কৃষকদের আন্দোলন (Farmers Protest) জারি রয়েছে৷ আজ ৮ ডিসেম্বর সারা দেশে ভারত বনধ (Bharat Bandh) চলছে৷ এই আন্দোলনের সামিল হয়েছেন পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), উত্তরপ্রদেশ (UP), মহারাষ্ট্র (Maharashtra), মধ্যপ্রদেশ (MP), -র লক্ষ লক্ষ কৃষক ৷ কৃষকদের ডাকা বনধের জেরে ভারতীয় রেল (Indian Railways) বেশ কিছু ট্রেন বাতিল করে দিয়েছে৷ কিছু ট্রেন বাতিল (Cancelled Trains), আর কিছু ট্রেনের রুট বাতিল হয়েছে (Route Diversion)৷ কিছু ট্রেনের আংশিক রুট বদল করা হয়েছে৷ Photo- File


রেলওয়ে জানিয়েছে কিছু ট্রেন আংশিক ভাবে বদলের ওপর জোর দেওয়া হয়েছে৷ এর ফলে বেশ কিছু ট্রেন নিজেদের পুরো গন্তব্যে যাবে না৷ অমৃতসরগামী ট্রেন ০৯৬১৩ স্পেশাল এক্সপ্রেস ট্রেন ৮ তারিখে বন্ধ করে দেওয়া হয়েছে৷ অমৃতসর থেকে আজমের ফিরতি ট্রেন ০৯৬১২ স্পেশাল ট্রেন ৯ ডিসেম্বর স্থগিত করে দেওয়া হয়েছে৷ রেলওয়ে জানিয়েছে ডিব্রুগড় থেকে অমৃতসর গামী ট্রেন ০৫২১১ স্পেশাল এক্সপ্রেস ট্রেন, ৮ ডিসেম্বর অমৃতসর থেকে ডিব্রুগড় গামী ট্রেন ০৫২১২ স্পেশাল ট্রেন ৯ ডিসেম্বরের ট্রেন বন্ধ থাকছে৷ এছাড়া অমৃতসর -জয়নগর এক্সপ্রেস ট্রেন ডাইভার্ট করে দেওয়া হয়েছে৷ এই ট্রেন অমৃতসর -তরনতারন হয়ে যাবে৷Photo- File


নাঁদেড় -অমৃতসর এক্সপ্রেস (02715) ৮ ডিসেম্বর দিল্লি অবধিই পৌঁছবে৷১০ ডিসেম্বর অমৃতসর নাঁদেড় এক্সপ্রেস (02716) নয়াদিল্লি থেকেই ছাড়বে৷Photo- File


জয়নগর -অমৃতসর এক্সপ্রেস (04651)৮ ডিসেম্বর অম্বালায় শেষ হবে৷কলকাতা- অমৃতসর এক্সপ্রেস (02357) ৮ ডিসেম্বর অম্বালায় শেষ হবে৷১০ ডিসেম্বরের অমৃতসর -কলকাতা এক্সপ্রেস (02358) অম্বালা থেকেই ছাড়বে৷Photo- File


বান্দ্রা টার্মিনাস -অমৃতসর এক্সপ্রেস (02925) স্পেশাল ট্রেন ৮ ডিসেম্বর চন্ডিগড়ে শেষ হবে৷অমৃতসর বান্দ্রা টার্মিনাস এক্সপ্রেস (02926) স্পেশাল ট্রেন ১০ ডিসেম্বর চন্ডিগড় থেকেই ছাড়বে৷Photo- File


কোরবা -অমৃতসর এক্সপ্রেস (08237) ৮ ডিসেম্বর অম্বালায় শেষ হবে৷অমৃতসর -কোরবা এক্সপ্রেস (08238) ১০ ডিসেম্বর অম্বালা থেকেই ছাড়বে৷Photo- File