সকাল থেকে খবরের শিরোনামে সার্জিক্যাল স্ট্রাইক ৷ পুলওয়ামার বদলা নিয়ে তৈরি ছিল ভারতীয় সেনা ৷ কাজও হল সেই মোতাবেক ৷ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একাধিক জঙ্গিঘাঁটি তছনছ করে দিল ভারতীয় জওয়ানরা ৷ হামলা চলে পাক অধিকৃত কাশ্মীরের ৩ জায়গায়- বালাকোট, মুজফফরাবাদ, চাকৌতিতে ৷ Photo Courtesy: CNNNews18