রাজধানী দিল্লিতে আগামী কযেকদিন পরেই বইবে লু বইবে ৷ আগামী ২৮ এপ্রিল ২০২২ লু বইবে বলেই জানতে পারা যাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
মৌসম ভবনের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে আগামী দিনগুলিতে প্রবল তারপপ্রবাহে পুড়বে চামড়া ৷ ২৮ এপ্রিল থেকে বইবে লু ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
এও জানতে পরা গিয়েছে ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দিল্লির তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
রবিবারে দেশের রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ যেখানে ন্যূনতম তাপমাত্রা ২২.২ ডিগ্রি ছিল ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
আইএমডির আপডেট অনুযায়ী রাত ৮.৩০ রাজধানী আদ্রতার পরিমাণ ৩৬ শতাংশ ছিল ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
দিল্লিতে ২৫ এপ্রিল ২০২২ সকাল ৫.৪৭ ও সূর্যাস্ত হবে ৬.৫২ সূর্যাস্ত হবে ৷ বাতাসের গুণগত মান খুব একটি আশাপ্রদ নয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
বিগত ২ সপ্তাহ ধরে জোরদার হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
তারপর থেকেই আবহাওয়ার ভোলবদল দেখা গিয়েছিল চামড়া পোড়া গরমের হাত থেকে রক্ষা পেয়েছিলেন মানুষেরা ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
কিন্তু আগামী দিন অতি কঠিন হতে চলেছে ৷ বইবে লু, পুড়বে চামড়া ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
রাজস্থানের পার্শ্ববর্তী এলাকা থেকে বাতাস বইতে শুরু করেছে ৷ মরুভূমি ছুঁয়ে সেই বায়ু প্রবেশ করবে ফলে ন্যূনতম থেকে সর্বাধিক তাপমাত্রার পরিবর্তন হবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
এই মরশুমের সব থেকে উষ্ণতম দিন হতে চলেছে বৃহস্পতিবার এমনই আশঙ্কাপ্রকাশ করেছে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
সেই দিনই নিম্নতম তাপমাত্রা ও উচ্চতম তাপমাত্রার মধ্যে ফারাক বাড়বে ৷ প্রতীকী ছবি ৷