1/ 4


শুক্রবারই অক্সফোর্ড ভ্যাকসিন অ্যাস্ট্রোজেনেকাকে ছাড়পত্র দিয়োছিল স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞের প্যানেল। ২৪ ঘণ্টার মধ্যে এবার শর্তসাপেক্ষ ভাবে জরুরিকালীন ব্যবহারের জন্য বিশেষজ্ঞ ছা়ড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন। এদিন তৃতীয় ট্রায়ালের ছাড়পত্র পেয়েছে ক্যাডিলা হেলথ কেয়ারের জাইকোভ ডি ভ্যাকসিনও।
2/ 4


সম্প্রতি ব্রিটেন থেকে এদেশেও এসে পৌঁছেছে ব্রিটেনের নতুন করোনা ভাইরাস। সূত্রের খবর, সে কথা মাথায় রেখেই কোভ্যাকসিনকে সবুজ সংকেত দিচ্ছে বিশেষজ্ঞ কমিটি।
3/ 4


কারণ কোভ্যাকসিন ব্রিটেনে এই নতুন করোনার বিরুদ্ধে কার্যকরি হয়েছে। এতে এস প্রোটিন নামক উপাদানটি থাকে না। ফলে এর কার্যকারিতা সম্পর্কে অনেকটাই নিঃসন্দেহ ব্রিটেনের চিকিৎসকরা। বিশেষজ্ঞ কমিটি এই ভ্যাকসিনকে ক্লিনিকাল ট্রায়াল মোডে জরুরি ভিত্তিতেই ব্যবহারের পরামর্শ দিচ্ছে।