সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে দক্ষিণ সুদানের। দক্ষিণ সুদানকে রাখা হয়েছে ১৮০ নম্বরে। তার আগে সিরিয়া, সোমালিয়া, ভেনিজুয়েলা ও ইয়েমেন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বহু দেশে দুর্নীতিবিরোধী তৎপরতা বাড়ছে বলে পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রসঙ্গত, মানবাধিকার ও গণতন্ত্রের ওপর হামলা বাড়ছে অনেক দেশেই।
এমন খবরপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য বড় ধাক্কার চেয়ে কম কিছু নয়। কারণ তিনি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁর সরকার একটি দুর্নীতিমুক্ত দেশ গড়বে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২১ সালের উপর ভিত্তি করে তৈরি 'কোরাপশন পার্সেপশন ইনডেক্স' অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে পাকিস্তান ১৬ ধাপ পিছিয়েছে এবং ১৪০ তম স্থানে রয়েছে।