করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষজন! আবার আগের মতোই শুরু হয়েছে স্বাভাবিক জীবনযাপন। উৎসাব-পালা-পার্বণ উদযাপিত হচ্ছে! এবার তারমধ্যেই এল খারাপ খবর! ফের দাপট দেখাতে শুরু করেছে মারণ ভাইরাস! ভারতের দৈনিক করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগে স্বাস্থ্য মন্ত্রক থেকে চিকিৎসক মহল।
2/ 6
সরকারি পরিসংখ্যান বলছে শুক্রবার পর্যন্ত দেশে ১১,১০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
3/ 6
বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০,১৫৮ জন৷ দেশের এই মুহূর্তে মোট মৃত্যু ৫,৩১,০৬৪ জন৷ দৈনিক মৃত্যু ২৯৷
4/ 6
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে জানা গিয়েছে, বিদেশ থেকে ভারতে আসা পর্যটকদের শরীরে প্রায়শই করোনা সংক্রমণ মিলছে।
5/ 6
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনার এই সাম্প্রতিক বাড়বাড়ন্তের পিছনে রয়েছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬৷
6/ 6
দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৭১ শতাংশ। তথ্য অনুযায়ী, কোভিড সংক্রমণ রুখতে ২,২০,৬৬,২৫,১২০ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
India Coronavirus Update : ১১ হাজার ছাড়াল দৈনিক কোভিড সংক্রমণ, ক্রমেই বাড়ছে আতঙ্ক
করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষজন! আবার আগের মতোই শুরু হয়েছে স্বাভাবিক জীবনযাপন। উৎসাব-পালা-পার্বণ উদযাপিত হচ্ছে! এবার তারমধ্যেই এল খারাপ খবর! ফের দাপট দেখাতে শুরু করেছে মারণ ভাইরাস! ভারতের দৈনিক করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগে স্বাস্থ্য মন্ত্রক থেকে চিকিৎসক মহল।