ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর AXEL শনিবার জম্মু ও কাশ্মীরে ২৯ রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে এক্সেল।
2/ 5
রাষ্ট্রীয় রাইফেলসের একজন আধিকারিক বলেছেন, AXEL-এর পোস্টমর্টেম রিপোর্টে তার শরীরে ১০ টিরও বেশি ক্ষত ধরা পড়েছে। এছাড়া ফিমার ফ্র্যাকচার দেখা গিয়েছে। AXEL ছাড়াও এই এনকাউন্টারে তিনজন নিরাপত্তা বাহিনীর জওয়ান আহত হয়েছেন। মারা পড়েছে এক জঙ্গি।
3/ 5
জঙ্গিরা AXEL-কে লক্ষ্য করে গুলি চালায়। এক্সেল তাদের অবস্থান খুঁজে বের করেছিল। গুলিবিদ্ধ হওয়ার পর AXEL ১৫ সেকেন্ডে নড়াচড়া করে। তারপর মাটিতে পড়ে প্রাণ হারায়। অপারেশন শেষে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
4/ 5
সেনার আধিকারিকরা জানিয়েছেন, একটি বিল্ডিংয়ে জঙ্গিরা লুকিয়ে ছিল। তাদের অবস্থান বোঝার জন্য এক্সেলকে পাঠানো হয়েছিল। জঙ্গিরা এক্সেলকে লক্ষ্য করে গুলি চালায়।
5/ 5
প্রথমে একটি ঘরে ঢুকে নিজের কাজ করে এক্সেল। এর পর দ্বিতীয় ঘরে ঢুকতেই এক্সেলকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।