যে ট্যাক্সপেয়ারদের অ্যাকাউন্টে অডিট চলছে তাদের জন্যেও বাড়ানো হয়েছে সময় সীমা৷ তারা ৩১ জানুয়ারি ২০২১ -র মধ্যে জমা দেবে আয়কর রিটার্ন৷ CBDT নিজেদের বিবৃতিতে জানিয়েছেন যাদের অ্যাকাউন্টে অডিট করাতেই হবে তাদের ট্যাক্স জমা দেওয়ার তারিখর ৩১ অক্টোবর ২০২০ থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২১ করে দেওয়া হয়েছে৷