গঙ্গাবক্ষে তিনদিনের ম্যারাথন প্রচার শুরু কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার। প্রিয়াঙ্কাকে ঘিরে সর্বত্রই কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড়। (Image: PTI)
4/ 7
প্রয়াগে হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু হয় একশো চল্লিশ কিলোমিটার প্রচারযাত্রা। প্রচার শুরুর আগে উত্তরপ্রদেশের জনতাকে লেখা এক খোলা চিঠিতে প্রিয়াঙ্কা লেখেন, গঙ্গা উত্তরপ্রদেশের মানুষের সহায়। (Image: PTI)