সব সমীক্ষায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত। দিল্লিতে এককাট্টা এনডিএ। গণনার আগে ঐক্যে শান। ফলঘোষণার আগেই মোদিকে সংবর্ধনা। বিজেপির সদর দফতরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী। (Image: PTI)
দ্বিতীয়বার ক্ষমতায় এলে পরবর্তী রণকৌশল কি হবে? কোন পথেই বা চলবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। তা ঠিক করতে বৈঠকে বসল এনডিএ। (Image: PTI)
অমিত শাহের ডাকে বিজেপির সদর দফতরে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, নীতিন গড়করিরা। সরকার গঠনের রূপরেখা নিয়েই এই বৈঠকে আলোচনা।
বিজেপি সভাপতি অমিত শাহের আমন্ত্রণে সাড়া দিয়ে বৈঠকে ইতিমধ্যে যোগ দিয়েছিলেন নীতীশ কুমার, চিরাগ পাসোয়ানরা।
একদিকে বিরোধীরা জোট বেঁধে চাপ বাড়াতে মরিয়া। অন্যদিকে, এককাট্টা হয়ে আগামিদিনের সরকার গঠনে মরিয়া এনডিএ শিবির।
বৃহস্পতিবার লোকসভা ভোটের গণনা। তার ২ দিন আগে কেন্দ্রের শাসক-বিরোধী দুই শিবিরই নিজেদের ঐক্যের ছবি তুলে ধরল।
জেডিইউয়ের নীতীশ কুমার থেকে শুরু করে শিবসেনার উদ্ধব ঠাকরে, সকলেই এ দিন হাজির হন দিল্লির অশোকা হোটেলে নৈশভোজে।
গতবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কেন্দ্রে সরকার গড়েছিল বিজেপি। এবার কী হয় তা জানা যাবে বৃহস্পতিবার।
ফল বেরনোর আগে অবশ্য শরিকদের পাশে নিয়ে, ঘর গুছিয়ে এগোনোর বার্তা নরেন্দ্র মোদি-অমিত শাহের।
...