সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। দুপুরের মধ্যেই গোটা বাণিজ্য নগরী প্রায় ডুবতে বসে! (Image: Sameer/News18)
2/ 16
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের বিভিন্ন এলাকা ৷ এর জেরে শহরের বিভিন্ন জায়গায় যানজয় সৃষ্টি হয়েছে ৷ (Image: News18)
3/ 16
টানা বৃষ্টিতে জল জমে গিয়েছে দাদার, মুম্বই সেন্ট্রাল, কুর্লা, আন্ধেরি-সহ বিভিন্ন এলাকায় ৷ তার ফলেই বর্ষার শুরুতেই বেহাল অবস্থা বাণিজ্যনগরী মুম্বইয়ের। (Image: Ramesh/News18)
4/ 16
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী দিনে ভারী বৃষ্টি হবে ৷ এর জেরে পরিস্থিতির আরও অবনতি হতে পারে ৷ (Image: Ayazz Ahmed/News18)
5/ 16
জল ঠেলে এ ভাবেই নিজেদের কর্মক্ষেত্রে যেতে হল মুম্বাইকাদের। (Image: Ayazz Ahmed/News18)
6/ 16
বৃষ্টির পর জলমগ্ন মুম্বইয়ের রাস্তা (Image: Ayazz Ahmed/News18)
7/ 16
চার দিক অন্ধকার করে সকাল থেকেই ঝেঁপে নেমেছে বৃষ্টি, আর থামেনি। (Image: Sameer/News18)