• গত ৩ মাসে ১৩২টি গ্রামের একটি পরিবারেও কন্যা সন্তানের জন্ম হয়নি ৷ এমন ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে ৷ প্রতীকী চিত্র ৷
2/ 6
• দেখা যাচ্ছে, ১৩২ টি গ্রামে গত ৩ মাসে ২১৬টি সন্তানের জন্ম হয়েছে ৷ প্রতীকী চিত্র ৷
3/ 6
• প্রত্যেকেই পুত্র সন্তান ৷ একটিও কন্যা সন্তানের জন্ম হয়নি ৷ প্রতীকী চিত্র ৷
4/ 6
• ওই গ্রামের জেলা শাসক ডঃ আশীষ চৌহান বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন ৷ কেন ৩ মাসে গ্রামে একটিও মেয়ের জন্ম হয়নি তার কারণ খোঁজা হচ্ছে ৷ প্রতীকী চিত্র ৷
5/ 6
• এই ঘটনায় পুরুষ-নারীর অনুপাত ব্যাপকভাবে প্রভাব ফেলবে সমাজে ৷ এই ঘটনা কি স্বাভাবিক ভাবেই হয়েছে, নাকি রয়েছে অন্য কারণ? জানতে বিশদে সমীক্ষা চালাবে সরকারি প্রতিনিধিদল ৷ প্রতীকী চিত্র ৷
6/ 6
• জনৈক সমাজকর্মী কল্পনা ঠাকুর এর জন্য কাঠগোড়ায় তুলেছেন প্রশাসনকে ৷ তিনি বলেন, ‘‘একটাও মেয়ের জন্ম না হওয়া কখনও কাকতালীয় হতে পারে না ৷ প্রশাসন কোনও নজরদারি করছে না ৷’’ প্রতীকী চিত্র ৷