

• দেশের হাহাকার দেখেছেন তিনি ৷ সদ্য স্বামী হারানো স্ত্রীর আর্তনাদ শুনেছেন ৷ বাবা হারিয়ে অসহায় ছেলে-মেয়েগুলোর শূন্য মুখ দেখেছেন ৷ সেই একই অন্ধকারে যদি ডুবে যায় তাঁর জীবন? এই মানসিক ভারটাই বইতে পারলেন না তিনি ৷ ছবি: সংগৃহীত ৷


• ছুটি শেষে আবার কাশ্মীরে ফিরে যাবেন তাঁর জওয়ান স্বামী, এটাই স্ত্রীর কাছে ছিল প্রধান আতঙ্কের বিষয় ৷ সেই শঙ্কা কাটিয়ে উঠতে পারলেন না গুজরাতের দ্বারকা জেলার দেবভূমির খাম্বালিয়া শহরের বাসিন্দা জওয়ান ভূপেন্দ্র সিং জেঠোয়ার স্ত্রী মীনাক্ষী ৷ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তিনি ৷


• জম্মু-কাশ্মীরের গুলমার্গে কর্মরত ভারতীয় সেনা বাহিনীর জওয়ান ভূপেন্দ্রসিং জেঠোয়া। বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন তিনি ৷ কিছুদিনের মধ্যেই কাজে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু বারবারই তাঁকে সেনায় যোগ দিতে না করছিলেন তাঁর স্ত্রী মীনাক্ষী ৷


• কারণ কিছুদিন আগেই গুলমার্গে ধ্বসে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন সেনা জওয়ানের ৷ সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন তাঁর স্বামী ৷ এরপর থেকেঅ স্বামীকে চাকরি ছেড়ে দিতে বলছিলেন মীনাক্ষী ৷ পুলওয়ামা হামলার পর আর ভীত-আতঙ্কিত হয়ে পড়েন তিনি ৷ কিন্তু বারবার না করা সত্ত্বেও স্ত্রীর কথায় রাজি হননি ভূপেন্দ্রসিং ৷


• গত শনিবার রাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ভূপেন্দ্রসিং ও তাঁর বাড়ির লোকজন ৷ ফিরে এসে ওই জওয়ান দেখেন, মীনাক্ষীর ঘরের দরজা বন্ধ ৷ স্ত্রী ঘুমিয়ে পড়েছেন ভেবে আর ডাকাডাকি করেননি তিনি ৷