এ বছর দেশে স্বাভাবিক বর্ষা হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। গড় বার্ষিক বৃষ্টিপাত ৯৬% অনুমান করা হয়েছে। এটাই বর্ষা নিয়ে IMD-র প্রথম পূর্বাভাস।
2/ 6
বর্ষা নিয়ে আরও একটি রিপোর্ট প্রকাশ হবে মে মাসে। আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বর্ষা আসবে সময়মতো। স্বাভাবিক বৃষ্টিপাত হবে।
3/ 6
মে মাসের শেষ সপ্তাহ নাগাদ আরও একবার বর্ষার আপডেট দেবে আবহাওয়া দফতর। তবে এখনও পর্যন্ত যা খবর, এবার সারা দেশে বৃষ্টিপাত স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হবে।
4/ 6
সাধারণত ২৫ মে থেকে ১ জুনের মধ্যে কেরলে বর্ষার আগমন হয়। এবারও বর্ষা আসবে সময়মতো।
5/ 6
এপ্রিলের শুরু থেকেই তীব্র দাবদাহ চলছে। ইতিমধ্যে বহু জায়গায় প্রচণ্ড গরম পড়েছে। দেশের বহু জায়গায় পারদ চড়ছে। তবে এই তীব্র গরমের মধ্যে বর্ষা নিয়ে আবহাওয়া দফতরের রিপোর্ট স্বস্তি দিচ্ছে।
6/ 6
এর আগে একটি বেসরকারি সংস্থা জানিয়েছিল, এবার এল নিনার প্রভাব থাকবে। ফলে বর্ষায় বৃষ্টিপাত হবে সর্বনিম্ন। তবে আবহাওয়া দফতর সেই দাবি খারিজ করেছে।
চাঁদিফাটা রোদ, প্যাচপ্যাচে গরম আর কতদিন? শান্তির বৃষ্টি আসছে, বড় খবর দিল হাওয়া অফিস
মে মাসের শেষ সপ্তাহ নাগাদ আরও একবার বর্ষার আপডেট দেবে আবহাওয়া দফতর। তবে এখনও পর্যন্ত যা খবর, এবার সারা দেশে বৃষ্টিপাত স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হবে।
চাঁদিফাটা রোদ, প্যাচপ্যাচে গরম আর কতদিন? শান্তির বৃষ্টি আসছে, বড় খবর দিল হাওয়া অফিস
এপ্রিলের শুরু থেকেই তীব্র দাবদাহ চলছে। ইতিমধ্যে বহু জায়গায় প্রচণ্ড গরম পড়েছে। দেশের বহু জায়গায় পারদ চড়ছে। তবে এই তীব্র গরমের মধ্যে বর্ষা নিয়ে আবহাওয়া দফতরের রিপোর্ট স্বস্তি দিচ্ছে।