আমরাম মিসাইল দিয়ে আক্রমণ শানিয়েছিল পাকিস্তান ৷ প্রমাণ তুলে ধরল ভারতীয় বায়ুসেনা ৷ বিস্ফোরণ ঘটানোর পর মিসাইলের যে অংশটি রয়ে গেছে তা দেখানো হয় বায়ুসেনার পক্ষ থেকে ৷ (Image: PTI)
2/ 6
পাকিস্তান এয়ারফোর্সের এফ ১৬ যুদ্ধবিমান থেকেই এই মিসাইল ছাড়া হয় ৷ এর থেকেই প্রমাণ হয়েছে যে ভারতীয় আকাশ সীমায় ঢুকেছিল পাকিস্তান যুদ্ধবিমান ৷ (Image: PTI)
3/ 6
নয়াদিল্লির সাউথ ব্লকে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর, মেজর জেনারেল সুরিন্দর সিং মহল, রিয়ার অ্যাডমিরাল দলবীর সিং গুজরাল একসঙ্গে সাংবাদিক বৈঠকে এই সত্য সামনে এনেছেন ৷ (Image: PTI)
4/ 6
পাকিস্তান এয়ারফোর্সের এফ ১৬ যুদ্ধবিমান থেকেই এই মিসাইল ছাড়া হয় ৷ এর থেকেই প্রমাণ হয়েছে যে ভারতীয় আকাশ সীমায় ঢুকেছিল পাকিস্তান যুদ্ধবিমান ৷ (Image: PTI)
5/ 6
বিশ্বের সামনে ভারত প্রমাণ দেখাল যে তারা যে দাবি করেছেন এফ ১৬ বিমান ভারতের আকাশ সীমায় ঢুকেছিল সেটা শুধু ফাঁকা আওয়াজ নয় একেবারে সত্যি ৷ (Image: AP)
6/ 6
ভারতীয় বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল জানিয়ে দেন ঠিক কীভাবে ভারতের আকাশ সীমা ঢুকে সীমান্ত লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ (Image: AP)