

রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার সময় সীমা বর্ধিত করা হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷


কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যে সমস্ত মানুষের এখনও পর্যন্ত রেশন কার্ড ও আধার লিঙ্ক করেননি তাঁরাও রেশন পাবেন লকডাউনে ৷ প্রতীকী ছবি ৷


এই মর্মে প্রতিটি রাজ্য ও কেন্দ্রেশাসিত অঞ্চলে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত উপভোক্তারা রেশন ও আধার লিঙ্ক করাননি তাঁরাও যেন নিজেদের প্রাপ্য রেশন পান ৷ প্রতীকী ছবি ৷


জানা গিয়েছে এখনও পর্যন্ত ২৩.৫ কোটি রেশন কার্ডের মধ্যে ৯০ শতাংশ রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে গিয়েছে ৷ ৮০ কোটি লভ্যর্থীর পরিবারের মধ্যে কমপক্ষে একজনের রেশন ও আধার লিঙ্ক করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


১ জুন থেকে সারা দেশে এক দেশ এক রেশন কার্ড যোজনা শুরু হবে ৷ পয়লা জুন থেকে ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পোর্টিবিলিটির মাধ্যমে এক দেশ এক রেশন কার্ড বলবৎ করার যাবতীয় প্রস্তুতি চলছে ৷ করোনা ভাইরাসের ফলে সারা দেশে লকডাউনের ফলে পরিযায়ী, প্রান্তিক ও আর্থিক ভাবে দুর্বল শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখেই পয়লা জুন থেকে ১৭ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এই প্রকল্প শুরু হয়ে যাবে ৷ অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, গোয়া, ঝাড়খণ্ড, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচলপ্রদেশ ও দমন-দিউয়ে এক দেশ এক রেশন কার্ড পরিষেবা শুরু হবে ৷ প্রতীকী ছবি ৷


আধার ও রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতি : সর্ব প্রথমে UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক ওয়েবসাইটে uidai.gov.in ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷


'Start Now' অপশনে ক্লিক করে ব্যক্তিগত তথ্য দিতে হবে যেমন জেলার নাম, রাজ্যের নাম ইত্যাদি, রেশন কার্ডের ধরন নির্বাচন করতে হবে, রেশন কার্ডের স্কিম বাছতে হবে, রেশন কার্ড নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর জমা করতে হবে ৷ রেডিস্টার্ড মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ৷ এরপরেই স্ক্রিনে দেখতে পাওয়া যাবে সম্পূর্ণ পদ্ধতি সম্পন্ন হওয়ার ৷ এরপরেই ভেরিফিকেশন, ভেরিফিকেশন সম্পন্ন হলে আধার ও রেশন কার্ড লিঙ্ক হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷