দীর্ঘ ট্রেন যাত্রার একাকীত্ব কাটাতে দু-রকমের সঙ্গীর সাহায্য নেন যাত্রীরা। এর একটি যদি বই পড়া হয়, তা হলে দ্বিতীয়টি অবশ্যই ফোনের সাহায্য নেওয়া। কিন্তু অনেক সময়েই হয়, চলন্ত ট্রেনে জানলার পাশে বা দরজার পাশে কোনও কাজে যাওয়ার সময় হাত ফস্কে সেই সাধের ফোন পড়তে পারে বাইরে।