কিন্তু যদি আপনি এই বিষয়ে চিন্তিত থাকেন তাহলে আর চিন্তা করবেন না কারণ আধারের পরিচালক সংস্থা UIDAI তাদের ওয়েবসাইটে নিয়ে এসেছে এমনই এক ফিচার যার সাহায্যে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার আধার ডিটেলস কোথায় ও কখন ব্যবহার করা হয়েছে । এই ফিচারের নাম আধার আপডেট হিস্ট্রি (Aadhaar Update History)। জেনে নিন কীভাবে এই ফিচারের সাহায্যে আপনি আধার তথ্য ব্যবহার সংক্রান্ত বিষয়গুলি জানতে পারবেন ।