প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবারের মতো এবারেও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন ৷ তবে করোনা ভাইরাস অতিমারির জেরে এবারে স্বাধীনতা দিবস (Independence Day 2020) উদযাপন অন্যান্য বারের তুলনায় অনেকটাই অন্যরকম হতে চলেছে ৷ অন্যবার লালকেল্লায় যে পরিমাণ মানুষের জমায়েত হয় তার থেকে অনেক কম মানুষ থাকবেন এবারের অনুষ্ঠানে ৷Photo- File
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দিনকয়েক আগেই দেশের সামনে আত্মনির্ভর ভারত হওয়ার দিশা দেখিয়েছেন ৷ মোদির সেই দিকনির্দেশ মেনে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে দেশ ৷ এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আত্মনির্ভর ভারতের রূপ দেখতে পাওয়া যাবে, স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ পাঠিয়েছে ৷ সমস্ত রাজ্যকে স্বাধীনতা দিবসের উদযাপন নিয়ে একেবারে কড়া অ্যাডভাইজরি পাঠিয়ে দিয়েছে ৷ স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে সামাজিক দূরত্ববিধি , মাস্ক ও স্যানেটাইজেশনের প্রকৃত ব্যবস্থাপনা রাখতে হবে৷৷Photo- File
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এই অনুষ্ঠানকে এইভাবে আমূল বদলে ফেলা হয়েছে ৷ বিভিন্ন রাজ্য এই অনুষ্ঠানে যাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের আমন্ত্রণ জানায় তার নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এর পাশাপাশি করোনাকে হারিয়ে যাঁরা ফিরেছেন সেরকম করোনাজয়ীদের আনার পরামর্শও দেওয়া হয়েছে ৷৷Photo- File
প্রতিবছর রাজভবনে স্বাধীনতা দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী ও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের ডাকার প্রথা রয়েছে ৷ এবার সেই প্রথা পালন করবেন কিনা, তা আলাদা আলাদা রাজ্যের রাজ্যপালরা নিজেরা সিদ্ধান্ত নেবেন ৷ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে অ্যাটহোম কার্যক্রম হলে তাতে সামাজিক দূরত্ববিধি বজায় রাখতেই হবে ৷৷Photo- File