পুলিশের হাতে ধরা পড়েছেন তামিলনাড়ুর কংগ্রেস নেতা নাড়ু জর্জ ৷ অথুর অঞ্চলে বসবাস করেন বলেই জানা গিয়েছে ৷ জানা গিয়েছে তিনি কন্যাকুমারীর কংগ্রেসের জেলা প্রধান ৷ তাঁর বাড়িতে পুলিশ কালেটাকা ও ছাপার মেশিন পেয়েছেন ৷ ৫,০০ ও ২,০০০ টাকা নোট বাজেয়াপ্ত করেছেন তিনি ৷ গত মঙ্গলবারই পুলিশি অভিযানে ধরা পড়েছে ঘটনাটি ৷ পরবর্তী সময়ে অভিযুক্ত কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ৷