

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!


মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আপনার চারপাশে আপাতত সব কিছু ঠিক থাকলেও প্রয়োজন মতো পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর স্বভাব রপ্ত করুন, ভবিষ্যতে কাজে আসবে।


বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ দিনের শুরুটায় ক্লান্তি এবং আলস্য ঘিরে থাকবে। দুশ্চিন্তা করবেন না, কাজে হাত দিলেই তা নিজের নিয়মে সম্পন্ন হয়ে যাবে।


মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ এক মুহূর্তে প্রতিবন্ধকতা নিরাশ করলে পরের মুহূর্তেই তা কেটে গিয়ে আত্মবিশ্বাস ফিরে পাবেন। তাই ঘাবড়াবেন না।


কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। যে কাজগুলো সহজে করে ওঠা যাচ্ছে না, তার জন্য অন্য পদ্ধতির আশ্রয় নিন। মুখে হাসি বজায় রাখলে আজ সব ক্ষেত্রে সাফল্য পাবেন।


সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। দীর্ঘ দিনের সাফল্য লুকিয়ে আছে যৌথ শ্রমের উপরে, সেটা ভুলে যাবেন না। আজ কোনও গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন।


কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ খুব সামান্য চেষ্টাতেই একের পর এক জমে থাকা কাজ শেষ হয়ে যাবে, শুধু কোনও এক জায়গায় আটকে থাকবেন না।


তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত আজ নিতে যাবেন না। মনে রাখবেন, যে থেমে যায়, তার ভাগ্যও থেমে যায়।


বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। পরিস্থিতি আপনার প্রতিকূলে যেতেই পারে, তাতে মুষড়ে পড়লে চলবে না। কোনও দিকে কান না দিয়ে শুধু নিজের কাজ করে যান।


ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ নিজেকে মনোযোগ দেওয়ার দিন। যা করতে ভালো লাগে, তার মধ্যে দিয়ে নিজেকে উজ্জীবিত করুন, নাহলে পরে কাজে মন বসবে না।


মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ হাতের কাজ শেষ করতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগতে পারে। ঘাবড়াবে না, সময়ের আগেই সব কাজ শেষ হয়ে যাবে।


কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। পরিস্থিতি থেকে আজ মুখ ফিরিয়ে থাকবেন না। তাতে সক্রিয় ভাবে যোগ দিন, জীবনের বাস্তবতা থেকে অনেক কিছু শেখার আছে।