রাত পোহালেই রাম মন্দিরের ভূমিপুজো, জেনে নিন অযোধ্যায় মোদির পূর্ণ সূচি...
ভূমিপুজোর আগে তিন দিন ধরেই বৈদিক আচার মেনে পুজো চলছে৷ অযোধ্যা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ অযোধ্যায় ৩ ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অযোধ্যা পৌঁছেই প্রথমে মোদি যাবেন হনুমান গরহি মন্দির৷


সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে বৈদিক আচার মেনে পুজো৷ আগামিকাল অর্থাত্ বুধবার ভূমিপুজোর আগে তিন দিন ধরেই বৈদিক আচার মেনে পুজো চলছে৷ অযোধ্যা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ অযোধ্যায় ৩ ঘণ্টা থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অযোধ্যা পৌঁছেই প্রথমে মোদি যাবেন হনুমান গরহি মন্দির৷


রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে ভূমিপুজোয় ১৭৫ জন অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে৷ দেখে নিন মোদির অযোধ্যা সফরের পূর্ণ সূচি৷


বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে দিল্লি থেকে ছাড়বে প্রধানমন্ত্রীর বিমান৷ ১০টা ৩৫ মিনিটে লখনউ বিমানবন্দর পৌঁছবে৷ সেখান থেকে ঠিক ১০টা ৪০ মিনিটে বিশেষ হেলিকপ্টারে করে অযোধ্যা রওনা দেবেন মোদি৷


অযোধ্যায় সকেত কলোনিতে বেলা সাড়ে ১১টায় নামবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার৷ সেখান থেকে সোজা প্রধানমন্ত্রীর কনভয় যাবে হনুমান গরহি মন্দিরে৷ ১১টা ৪০ মিনিটে৷


হনুমান গরহিতে পুজো শেষে মোদি ঠিক ১২টায় রাম জন্মভূমি যাবেন৷ সেখানে রামলালা দর্শ করবেন৷ থাকবেন ঠিক ১০ মিনিট৷ এরপর বেলা ঠিক সাড়ে ১২টায় রাম মন্দিরের ভূমিপুজো শুরু হবে৷ ১২টা ৪০ মিনিটে মোদি রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷