

বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢোকা অব্যাহত রয়েছে উত্তরবঙ্গে। তাই শুক্রবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা দিল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।


উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা বৃহস্পতি ও শুক্রবার। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সর্তকতা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতি ও শুক্রবার।দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা নেই। তবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।


মূলত মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বৃষ্টির পূর্বাভাস।বৃষ্টি না হলে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।


উত্তরবঙ্গে অতিবৃষ্টির ফলে নদীর জল স্তর বাড়বে একই সঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দার্জিলিং কালিম্পং-এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।


গত ২৪ ঘন্টায় কোথায় কত বৃষ্টিপাত হয়েছে দেখা যাক। হিসেব রাখা রইল মিলিমিটারে।কুমারগ্রাম ২৫০, দোমোহানি ১৯০, জলপাইগুড়িতে ১৮০, বারোভিষা ১৮০, বাগডোগরা ১৮০, ফালাকাটায়১৩০,শিলিগুড়িতে ১২০, চম্পাসারিতে ১২০, সুখিয়াপোখড়ি ১১০, নেওরা ১১০, নাগরাকাটা১১০, চেপান ১১০, আলিপুরদুয়ার ১০০, মাথাভাঙ্গা ১০০ গাজলডোবা ১০০, দার্জিলিং ১০০, কোচবিহার ৯০, বক্সাদুয়ার ৯০, সেবক ৯০, মূর্তি ৮০, ঝালং ৭০, হাসিমারা ৭০।