লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বাণিজ্যনগরী মুম্বই ৷ শনিবার সকালে প্রবল বৃষ্টির ফলে জল জমে বিপর্যস্ত হয়েছে জনজীবন ৷ শহরে এখানে ওখানে জল জমে যানবাহন চলাচলে অসুবিধা করেছে ৷ (Photo: PTI)
2/ 9
পরিস্থিতি মোকাবিলা করতে মুম্বইয়ে এসে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। (Photo: Rajesh Saple/News18)
3/ 9
স্বাভাবিকভাবে মুম্বইয়ে বর্ষা শুরু হয় জুনের ১০ তারিখ। তবে দিল্লির মৌসম ভবনের তরফে আগে থেকেই পূর্বাভাস ছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ৯-১১ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। বন্যারও আগাম সতর্কতা ছিল। (Photo: Rajesh Saple/News18)
4/ 9
বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল দাদর, প্যারেল সায়ন, কিংস সার্কেল অঞ্চলে ট্রাফিক ভীষণ ভাবে বিপর্যস্ত হয়েছে৷ (Photo: PTI)
5/ 9
চলছে জোর কদমে উদ্ধারকাজ ৷ বন্যা নিয়ন্ত্রণে পুরসভার সব কর্মীদের ছুটি বাতিল করেছে ৷ (Photo: PTI)
6/ 9
এই বৃষ্টির পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে অবশেষে মহারাষ্ট্রে বর্ষা প্রবেশ করেছে ৷ (Photo: PTI)
7/ 9
ব্যাহত হয়েছে ট্রেন ও বিমান পরিষেবা ৷ কিছু বিমান বাতিলও করা হয়েছে ৷ প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বই ৷ (Photo: PTI)