বন্যা প্লাবিত রাস্তা পেরোতে গিয়ে ভেসে গেল আস্ত স্কুলবাস! উত্তরাখণ্ডে একটি স্কুল বাস প্রবল জলের তোড়ে ভেসে যাওয়ার ভিডিও এখন ভাইরাল!
2/ 6
চম্পাওয়াত জেলার টনকপুরে ঘটেছে এই ঘটনাটি। বন্যার জলে একেবারে পালটি খেয়ে যায় বাসটি।
3/ 6
সূত্রের খবর, বাসটিতে কোনও পড়ুয়া ছিল না এবং বাসের চালক ও কন্ডাক্টরকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জানিয়েছেন এক কর্মকর্তা।
4/ 6
“আজ সকালেই একটি স্কুল বাস জলের তোড়ে ভেসে গিয়েছে। তবে জলপ্রবাহ এতটাও শক্তিশালী ছিল না যে আস্ত একটা বাসকে ভাসিয়ে নিয়ে যাবে, স্পষ্টই বোঝা যাচ্ছে চালকের দোষ ছিল এতে,” বলেন টনকপুরের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) হিমাংশু কাফাল্টিয়া।
5/ 6
অন্যদিকে, প্রতিবেশী রাজ্য হিমাচলপ্রদেশে আজ মেঘ ভাঙার খবর পাওয়া গিয়েছে, যার ফলে বেশ কয়েকটি ছোট জলের খাল ভেঙে গিয়েছে বলেই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
6/ 6
শালখার গ্রামে এই মেঘ ভাঙার ঘটনাটি ঘটেছে। কিছু যানবাহন চাপা পড়েছে এবং কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলার ইমার্জেন্সি অপারেশন সেন্টার।