*বসন্ত শেষ হয়নি। তার আগেই গরমে নাজেহাল দেশের দক্ষিনের একাধিক রাজ্য। মার্চের মাঝামাঝি সময় থেকেই বাড়তে শুরু করেছে গরম। বুধবার মৌসম ভবন (India Meteorological Department) জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত তাপ প্রবাহের মতো পরিস্থিতি থাকবে একাধিক রাজ্যে। পশ্চিমের রাজ্যগুলিতে আবার আগামী চারদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রতীকী ছবি।
*২৩ মার্চ বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হবে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্থান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, গোয়া, দক্ষিণ-মধ্য মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সিকিমের উত্তরে, অসম-মেঘালয়, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অংশে, রায়ালসীমা, কর্ণাটকের দক্ষিণ উপকূলে, তামিলনাড়ু, পুদুচেরী, করাইকাল, কেরল এবং মাহেতে। প্রতীকী ছবি।
*আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে কলকাতা শহরের তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ। প্রতীকী ছবি।