দেশের জাতীয় সঙ্গীত জানেন না এমন লোক পাওয়া দুষ্কর। তবে নিজের দেশ ছাড়া অন্য দেশের জাতীয় সঙ্গীত জানাটা বাধ্যতামূলক এমনটা নয়, এই বিষয়ে আগ্রহ বিশেষ কারোর নেই। কিন্তু, গুজরাতের (Gujarat) বাসিন্দা অথর্ব অমিত মূলে (Atharva Amit Muley) শিখে নিয়েছেন ৯১ টি দেশের জাতীয় সঙ্গীত। ১৮ বছরের ছেলেটির এমন কৃতিত্ব সত্যিই অনুপ্রেরণা জোগায়।
এক-দুই করে একেবারে ৯১ টি দেশ, যার মধ্যে রয়েছে সিরিয়া (Siria), থাইল্যান্ড (Thailand), ইয়েমেন (Yemen), নিউজিল্যান্ড (New Zealand) - সহ আরও অনেক। এই বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত নির্ভুলভাবে মুখস্থ করে ফেলেছে অথর্ব। আর তার এই অসামান্য কাজের জন্য পুরস্কারও পেয়েছে সে। তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ (India Book Of Records), সবচেয়ে বেশি দেশের জাতীয় সঙ্গীত জানবার জন্য।
অথর্ব এই কৌতুহলের কারণে আজকের দিনে সে ৯১টা দেশের জাতীয় সঙ্গীতে পারদর্শী। সমাজে এরকম মানুষ অনেক কম পাওয়া যায়। যারা খুব অল্প বয়সেই অসামান্য কাজ করে নিজেদের প্রতিষ্ঠিত করে। অথর্ব তাঁদের মধ্যেই একজন। ভবিষ্যত হয়তো অথর্ব-কে দিয়ে আরও কিছু করাবে। যার অপেক্ষা আজ থেকেই শুরু করা যেতে পারে। সিনেমার ভাষায় বলা যেতে পারে ‘কেহতে হ্যায় আগর কিসি চিজ কো দিল সে চাহো, তো পুরি কায়নাত তুমহে উসে মিলানে কি কোশিস মে লাগ যাতি হ্যায়।’