অনেক বাড়িঘরও জলে তলিয়ে গিয়েছে। গুজরাটের খেদা জেলার নদিয়াদে জমা জলে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নদিয়াদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ অফিসার রুদ্রেশ হুদাল জানিয়েছেন, প্রায় ৭০-৮০ বছরের বৃদ্ধ তার বাড়ির ভিতরে প্রায় দুই ফুট জলে পড়েছিলেন। ওই সময় বাড়িতে আর কেউ ছিল না। তাই তিনি প্রাণ হারান। (ছবি ANI)