

• আদৌ কি তারা বন্ধু ছিলেন, নাকি বন্ধুর নামে কলঙ্ক? মর্মান্তিক এই ঘটনার পর সেই প্রশ্নটাই উঠছে । না হলে বন্ধুরই বিয়েতে এসে তাঁকেই পিটিয়ে মেরে ফেলে অন্য বন্ধুরা! তাও কী না নেশার টাকা দিতে না পারার ‘অপরাধে’! প্রতীকী চিত্র ।


• গত সোমবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পালিমুকিম পুর গ্রামে । ২৮ বছরের বাবলু বিয়ে করতে গিয়েছিলেন ওই গ্রামে । সঙ্গে ছিল তাঁর বন্ধুরা । বিয়ে উপলক্ষে বন্ধুদের নেশা করার টাকা দিয়েছিলেন বাবলু । সেই টাকার মদ কিনে পান করে বন্ধুরা । কিন্তু এতেও সন্তুষ্ট হয়নি তারা । প্রতীকী চিত্র ।


• মদ শেষ হতেই ফের টাকা দেওয়ার জন্য বাবলু’কে জোর করতে থাকে অপ্রকৃতস্থ বন্ধুরা । কিন্তু টাকা দিতে আর রাজি ছিলেন না বাবলু । এরপরেই কথা কাটাকাটি থেকে মারামারির পর্যায়ে পৌঁছে যায় গোটা ঘটনা । প্রতীকী চিত্র ।


• বিয়ে শেষ হতেই বাবলুকে টেনে নিয়ে যাওয়া হয় বিয়ের আসর থেকে । তাকে এলোপাথাড়ি মারতে থাকে বন্ধুরা । ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয় তাঁকে । বিয়ে বাড়ির বাকিরা ছুটে এসে কোনওরকমে বাবলু’কে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু বাঁচানো যায়নি তাঁকে । প্রতীকী চিত্র ।