

আর কতদিন করতে হবে অপেক্ষা? করোনা মোকাবিলায় এই প্রশ্ন এখন সবার মনে৷ বেশ কিছু ভ্যাকসিনের কথা শোনা গেলেও তার গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ ভারত সরকার করোনার ভাইরাসের এই ভ্যাকসিনটি দেশের সকলের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যেই সরকার কোভিন অ্যাপ (Covin App) নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করার প্রস্তুতি করেছে। এই অ্যাপটিতে করোনার ভাইরাস ভ্যাকসিনের জন্য তৈরি করেছে সরকার, এতে ভ্যাকসিন সম্পর্কে সমস্ত ডেটা উপলব্ধ থাকবে।


কেন্দ্রীয় সরকারের তৈরি কোভিন অ্যাপে টিকাকরণ প্রক্রিয়া, বন্টন, বিতরণ, সংরক্ষণ ও টিকাদানের সময়সূচি সমস্ত বিষয়ে তথ্য থাকবে। এই অ্যাপের সাহায্যে রিয়েল টাইম বেসিসে এও জানা যাবে যে কে ভ্যাকসিন পেয়েছে, কতোগুলি ভ্যাকসিন কেনা হয়েছে আর তার মধ্যে কতোগুলি বাকি আছে। এমনকি প্রথম পর্বে টিকাকরণের জন্য তালিকভুক্ত মানুষকে এই বিষয়ে অবগত করার কাজও করবে এই অ্যাপ।


কেন্দ্রীয় সরকার বিশ্বাস করছে যে এই অ্যাপটি ডেটা আপলোড করার পাশাপাশি ডেটা পাওয়ার ক্ষেত্রেও সহায়ক হবে। তথ্য সংগ্রহের জন্য মূলত রাজ্য ও কেন্দ্রের তৈরি অ্যাপ ও আইসিএমআর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওপর নির্ভর করবে। এই অ্যাপটির সাহায্য সরকারের কর্মী ও আধিকারিকরা সাধারণ মানুষকে তালিকাভুক্তির খবর ও টিকাকরণ সম্পর্কে সচেতন করতে পারবে।


মানুষ এই মোবাইল অ্যাপ ব্যবহার করে তাঁদের টিকাদানের সময়সূচী, এই টিকা তারা কোথায় পাবেন, এবং কারা তাদের এই টিকা দেবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। প্রত্যেক মানুষের টিকাদান পর্ব সম্পূর্ণ হলে, এই অ্যাপের মাধ্যমে একটি সংশাপত্র পাওয়া যাবে যা ডিজি লকারের মাধ্যমে সংগ্রহ করা যাবে।


এই অ্যাপের সাহায্যে টিকা সংরক্ষণের কাজও ডিজিটাইজ করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ২৮,০০০ টি স্টোরেজ সেন্টারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সহ স্টোরেজের সব খুঁটিনাটি হিসাব রাখবে এই অ্যাপ। এমনকি সমস্ত স্টোরেজ সেন্টারে তাপমাত্রা টিকার জন্য অনুকুল কিনা তা পর্যবেক্ষণের জন্য লাগানো হচ্ছে টেম্পারেচার লগারও।