আর ৩০ দিন অর্থাৎ হাতে গুণে ঠিক এক মাস, তারপরেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে । বছরের সবচেয়ে বড় উৎসবে মেতে উঠবে বাঙালি । কেনাকাটাও প্রায় সারা সকলের । এর মধ্যে সোনার কেনাকাটা থাকবেই। (Photo: REUTERS)
2/ 7
কী অবস্থা সোনার বাজারের ? আদৌও কি মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে সোনা? জেনে নিন। (Photo:REUTERS)
3/ 7
আজ ১৫ সেপ্টেম্বর কলকাতায় ২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৩,০১৩ টাকা, ৮ গ্রাম সোনার দাম ২৪,১০৪ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৩০,১৩০ টাকা ও ১০০ গ্রাম সোনার দাম ৩,০১,৩০০ টাকা । (Photo:REUTERS)
4/ 7
২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৩,২৮৫ টাকা, ৮ গ্রাম সোনার দাম ২৬,২৮০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৩২,৮৫০ টাকা ও ১০০ গ্রাম সোনার দাম ৩,২৮,৫০০ টাকা । (Photo: Collected)
5/ 7
গতকালের পর আরও একবার দাম পড়েছে সোনার । ২২ ক্যারাটে ১০ গ্রাম সোনার দাম কমেছে প্রায় ৭০ টাকা ও ১০০ গ্রাম সোনার দাম কমেছে প্রায় ৭০০ টাকা । (Photo:REUTERS)
6/ 7
২৪ ক্যারাট সোনায় ১০ গ্রামের দাম কমেছে প্রায় ৫০ টাকা ও ১০০ গ্রামের দাম কমেছে প্রায় ৫০০ টাকা । (Photo:Pixabay)
7/ 7
তাই আর দেরি করবেন না, দাম বাড়ার আগে এবেলাই ঘুরে আসুন সোনার দোকানে আর জমিয়ে করুন পুজোর শপিং । (Photo: Collected)
আর ৩০ দিন অর্থাৎ হাতে গুণে ঠিক এক মাস, তারপরেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে । বছরের সবচেয়ে বড় উৎসবে মেতে উঠবে বাঙালি । কেনাকাটাও প্রায় সারা সকলের । এর মধ্যে সোনার কেনাকাটা থাকবেই। (Photo: REUTERS)
আজ ১৫ সেপ্টেম্বর কলকাতায় ২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৩,০১৩ টাকা, ৮ গ্রাম সোনার দাম ২৪,১০৪ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৩০,১৩০ টাকা ও ১০০ গ্রাম সোনার দাম ৩,০১,৩০০ টাকা । (Photo:REUTERS)
২৪ ক্যারাট ১ গ্রাম সোনার দাম ৩,২৮৫ টাকা, ৮ গ্রাম সোনার দাম ২৬,২৮০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৩২,৮৫০ টাকা ও ১০০ গ্রাম সোনার দাম ৩,২৮,৫০০ টাকা । (Photo: Collected)