একজন আধিকারিক বলেছেন, যে সাধারণ পরিসরে লিথিয়ামের 'গ্রেড' হল প্রতি মিলিয়নে ২২০ পার্টস (পিপিএম)। জম্মু ও কাশ্মীরে পাওয়া মজুদগুলির গ্রেড ৫৫০ পিপিএম-এর বেশি। এই মজুদ প্রায় ৫৯ লক্ষ টন, যা প্রায় ৫.৯ মিলিয়ন টন। অর্থাৎ চিনকে পিছনে ফেলে দেবে এই সম্পদের পরিমাণ। (পিটিআই)